ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জেলা প্রশাসনের সঙ্গে এতিম শিশুদের ইফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, মে ২৩, ২০১৯
জেলা প্রশাসনের সঙ্গে এতিম শিশুদের ইফতার

বাগেরহাট: বাগেরহাট শহরের দশানী অবস্থিত সরকারি শিশু পরিবার (বালিকা) -এর ৮০ জন এতিম শিশুর সঙ্গে ইফতারি করেছেন জেলা প্রশাসন।

বুধবার (২২ মে) সন্ধ্যায় জেলা প্রশাসনের কর্মকর্তারা ইফতার করেন। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিমুজ্জামান মিলন, আরিফুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাংবাদিক দেলোয়ার, আওয়ামী লীগ নেতা মীর ফজলে সাইদ ডাবলু, সরকারী শিশু পরিবার (বালিকা) এর উপ-তত্ত্বাবধায়ক ফজলে এলাহী, জেলা প্রশাসনের নাজির ফখরুল ইসলামসহ আরও অনেকে।

ইফতারির আগ মুহূর্তে এতিমসহ সবার জন্য দোয়া পরিচালনা করেন বাগেরহাট আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আযাদ। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ইফতারি করতে পেরে খুব খুশি এতিম শিশুরা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ২২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।