ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খালিয়াজুরী হাওরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, মে ২৩, ২০১৯
খালিয়াজুরী হাওরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ৪

নেত্রকোণা: নেত্রকোণার খালিয়াজুরী হাওরের মুক্ত জলাশয়ে মাছ ধরতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

বুধবার (২২ মে) বিকেলে উপজেলার বাঘাটিয়া মালিখাল হাওর এলাকায় বাঘাটিয়া ও গণ্ডামার গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতরা হলেন- রনি, সত্যানন্দ, রাজু ও মনোজ।

আহতদের খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

স্থানীয়দের বরাত দিয়ে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মওলা বাংলানিউজকে জানান, প্রতিবছর হাওরটিতে বাঘাটিয়া ও গণ্ডামার গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে মাছ ধরেন। কিন্তু চলতি বছরে শুরু থেকেই একপক্ষ অপরপক্ষকে মাছ ধরতে বাধা দিচ্ছিলেন। আজ গণ্ডামার গ্রামবাসী মাছ ধরতে গেলে বাঘাটিয়া গ্রামবাসীরা বাধা দেয়, আর তাতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উভয়পক্ষকে নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মে ২২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।