ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিআরটিসি বাস চালু হওয়ায় খুশি যাত্রীরা, ভাড়া কমানোর দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, মে ২২, ২০১৯
বিআরটিসি বাস চালু হওয়ায় খুশি যাত্রীরা, ভাড়া কমানোর দাবি বিআরটিসির এসি বাসে উঠছেন যাত্রীরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত বাস সেবা আবার চালু হয়েছে। এতে যাত্রীরা সন্তুষ্ট হলেও বাসের ভাড়া নিয়ে রয়েছে ক্ষোভ। দ্রুত এ রুটের বাসভাড়া কমানোর দাবি জানিয়েছেন তারা।

বুধবার (২২ মে) সকালে রাজধানীর গুলিস্তানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বাস সার্ভিস উদ্বোধন করেন।

প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া থেকে ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পর্যন্ত এ বাস চলাচল করবে।

 

মণ্ডলপাড়া থেকে বাসভাড়া ৫৫ টাকা, আর চাষাঢ়া থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, বাস চালুতে খুশি হলেও ভাড়া ৫৫ টাকা করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।  

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চালু হওয়া বিআরটিসি এসি বাসের ভাড়া ৪৫ টাকা ও নন-এসি বাসের ভাড়া ৩০ টাকা করাসহ পরিবহনে নৈরাজ্যকর পরিস্থিতি অবসানে সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবিতে বৃহস্পতিবার (২৩ মে) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।  

গত ৭ মে ভারত থেকে আনা হয়েছে ৫১ আসনের ১৫টি বিলাসবহুল বাস। পর্যায়ক্রমে শীতাতপ নিয়ন্ত্রিত বাস সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ।

বিআরটিসির নারায়ণগঞ্জ ডিপো ম্যানেজার প্রকৌশলী জেড এ কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন এ রুটে বাস বন্ধ থাকাটা দুঃখজনক। যাত্রীদের মানসম্পন্ন সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করবে বিআরটিসি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ২২, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।