bangla news

বরিশালে ৪০ লাখ রেণু জব্দ, ১৮ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২২ ৬:২২:১৯ পিএম
পুলিশের হাতে রেণুসহ আটকরা, ছবি: বাংলানিউজ

পুলিশের হাতে রেণুসহ আটকরা, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে অভিযান চা‌লি‌য়ে দুই ট্রাকে ৭৩ ড্রাম ভর্তি চিংড়ির ৪০ লাখ রেণু জব্দ করা হয়েছে। এই ঘটনায় আটক ১৮ জনকে তিনদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ মে) সকালে নগরের রূপাতলী এলাকার শহীদ আব্দুর রব সেরনিয়াবত সেতু সংলগ্ন এলাকায় কোস্টগার্ড ও কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়।

অভিযানে দুই ট্রাকে ৭৩ ড্রাম ভর্তি চিংড়ির ৪০ লাখ রেণু জব্দসহ ১৮ জনকে আটক করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রবীন শীষ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক আটক ১৮ জনকে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে জব্দ করা এসব রেণু কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মে ২২, ২০১৯
এমএস/ওএইচ/

ক্লিক করুন, আরো পড়ুন :   ভ্রাম্যমাণ আদালত
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-22 18:22:19