ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রেড লাইসেন্স না থাকায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, মে ২২, ২০১৯
ট্রেড লাইসেন্স না থাকায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা প্রতীকী ছবি

বরিশাল: ট্রেড লাইসেন্স না থাকা ও লাইসেন্স নবায়ন না করায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নতুন বাজার এলাকার নয়টি ব্যবসায় প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ মে) সিটি করপোরেশনের নির্বাহী ম্যজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন।

ইমতিয়াজ মাহামুদের নেতৃত্বে রমজানের শুরু থেকেই লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।

এ পর্যন্ত শতাধিক প্রতিষ্ঠানকে জরিমানা ছাড়াও একাধিক দোকান সিলগালা করা হয়েছে।

সময়মতো লাইসেন্স নবায়ন না করলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিসিসির জনসংযোগ শাখা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ২২, ২০১৯
এমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।