ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইফা’র যাকাত সামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, মে ২২, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে ইফা’র যাকাত সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ: ২০১৮-১৯ অর্থবছরে সংগ্রহীত যাকাতের অর্থে দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের দুঃস্থ, অসহায়, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে যাকাত বিতরণ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

বুধবার (২২ মে) ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) এজেড এম নূরুল হক।

ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালামের সভাপতিত্বে জেলার ১০৬ জন দুঃস্থ, অসহায়, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, ছাত্রবৃত্তি, ক্ষুদ্র ব্যবসা ও চিকিৎসার জন্য নগদ অর্থ দেওয়া হয়।

 

পরে সারাদেশে যাকাত সংগ্রহে সেরা দশ জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ স্থান পাওয়ায় জাতীয় যাকাত বোর্ড থেকে প্রাপ্ত সম্মাননা স্মারক অন্যান্য অতিথিরা জেলা প্রশাসকের হাতে তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মে ২২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।