ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, মে ২২, ২০১৯
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস। ছবি: বাদল/বাংলানিউজ

ঢাকা: রাজধানী থেকে বন্দরনগরী নারায়ণগঞ্জ রুটে নতুন করে পুনরায় শীততাপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি)।

ভারতীয় লোনে কেনা ১৫টি অত্যাধুনিক বাসের মাধ্যমে এ সেবা উদ্বোধন করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রণালয় সূত্র জানায়, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকা থেকে গন্তব্যে ছেড়ে যাবে এ বাস।

১৮ কিলোমিটারের  এ রুটে চাষাড়া পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে ৫০ টাকা ও মন্ডলপাড়ার ভাড়া ৫৫ টাকা। আগে এ ভাড়া ছিলো ৪৫ টাকা। বেসরকারি সংস্থার বাস ভাড়াও ৫৫ টাকা।

উন্নত সেবা দেওয়া ও বহরের সক্ষতা বাড়াতে ভারত থেকে ৬০০ বাস ও ৫০০ ট্রাক কিনছে বিআরটিসি। এর মধ্যে ১৭৯টি বাস ও ৪৮০ ট্রাক দেশে এসে পৌঁছেছে।

নতুন কেনা ১০০ এসি বাসের প্রতিটির দাম পড়েছে প্রায় ৬৭ লাখ টাকা।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ২২, ২০১৯
আরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।