ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে মানববন্ধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মে ২২, ২০১৯
সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে মানববন্ধন  মানববন্ধন 

পঞ্চগড়: ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয় কেন্দ্র খুলে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবিতে পঞ্চগড়ের বোদা উপজেলায় মানববন্ধন করেছে ধান চাষিরা। 

বুধবার (২২ মে) দুপুরে বোদা বাসস্ট্যান্ডে বোদা-পঞ্চগড় মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। এসময় কমিউনিস্ট পার্টির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন- ইউনিয়ন পর্যায়ে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনতে হবে। কৃষকের লোকসানের ভর্তুকি দিতে হবে। না হলে কৃষক বাঁচবে না। অবিলম্বে কৃষকের ধানের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।  

মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম, দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ বর্মণ, বোদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরূ ইসলাম, বোদা শাখার সাবেক সভাপতি দীপক কুমার দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা উত্তম কুমার মজুমদার, সাংবাদিক লিহাজউদ্দিন মানিক প্রমুখ। পঞ্চগড়ে এখনো ধান কেনা শুরু হয়নি।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মে ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।