bangla news

কিশোরগঞ্জে টিকিট কালোবাজারিকে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২২ ৪:৩৩:৪৬ পিএম
দণ্ডপ্রাপ্ত গেটম্যানমো. ফজলুল কবির

দণ্ডপ্রাপ্ত গেটম্যানমো. ফজলুল কবির

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মো. ফজলুল কবির (৪৫) নামে এক টিকিট কালোবাজারিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ মে) দুপুরে কিশোরগঞ্জ রেল স্টেশনে অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার এ দণ্ড দেন।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহদী হাসানসহ পুলিশ সদস্যরা।

দণ্ডপ্রাপ্ত মো. ফজলুল কবির কিশোরগঞ্জ সদর উপজেলার বড় খালেরপাড় এলাকার মৃত হাজী তৈয়ব আলীর ছেলে এবং রেল স্টেশনের গেটম্যান হিসেবে কর্মরত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার বাংলানিউজকে জানান, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে আন্তঃনগর ট্রেনের টিকিটসহ হাতেনাতে ফজলুল কবিরকে আটক করা হয়। পরে টিকিট কালোবাজারির দায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া একই ব্যক্তির কাছে নির্ধারিত টিকিটের চেয়ে সংখ্যায় বেশি টিকিট বিক্রি করায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী রেদোয়ান কবিরকে সতর্ক করা হয়।

বাংলাদেশ সময় : ১৬৩০  ঘণ্টা, মে ২২, ২০১৯
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   ঈদে বাড়ি ফেরা ভ্রাম্যমাণ আদালত
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-05-22 16:33:46