ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মে ২২, ২০১৯
মানিকগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ, রঙ দেয়া চাল এবং ভেজাল প্রসাধন  বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ অভিযানে সহায়তা করেন র‌্যাব-৪ এর এএসপি উনু মং ও র‌্যাবের সদস্যরা।

আসাদুজ্জামান রুমেল বাংলানিউজকে বলেন, অভিযান চলাকালে মেসার্স অমিত ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই বাজারের মার্তৃভূমি  ফার্মেসিকে একই অপরাধে ২৫ হাজার টাকা
জরিমানা এবং চালে রঙ মিশিয়ে বিক্রির অপরাধে জাকির রাইস এজেন্ট ও নিরঞ্জন রাইস ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া ভেজাল প্রসাধনী বিক্রির অভিযোগে সুজন জরি হাউজকে  পৃথক ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ২২, ২০১৯.
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।