ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইউজিসি চেয়ারম্যান হলেন ড. কাজী শহীদুল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মে ২২, ২০১৯
ইউজিসি চেয়ারম্যান হলেন ড. কাজী শহীদুল্লাহ

ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যোলয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বুধবার (২২ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী কাজী শহীদুল্লাহকে কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।  

আদেশে বলা হয়েছে, চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ হবে চার বছর।

তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতনভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। এ নিয়োগাদেশ তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে।   

গত ৭ মে ইউজিসি চেয়ারম্যান পদে আব্দুল মান্নানের মেয়াদ শেষ হয়। এরপর রুটিন দায়িত্ব পালন করছিলেন জ্যেষ্ঠ সদস্য ইউসুফ আলী মোল্লা।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মে ২২, ২০১৯
এমআইএইচ/এসকেবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।