bangla news

নরসিংদীতে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২২ ২:৩২:১২ পিএম
দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি। ছবি: বাংলানিউজ

দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি। ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

বুধবার (২২ মে) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর বাংলাদেশ তাঁত বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার বাগহাটা এলাকার ফজলুল হকের ছেলে পিকআপভ্যানচালক আমির হোসেন (৩৫) ও শিবপুর উপজেলার মধুমতি বেকারির সেলসম্যান অনাবিল (২৪)। 

পুলিশ জানায়, সকালে ভৈরব থেকে একটি পিকআপভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে একটি ট্রাকের সঙ্গে পিকআপভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক ও যাত্রী নিহত হন। 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মে ২২, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা নরসিংদী
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-22 14:32:12