ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে চোলাইমদসহ ২ যুবক আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, মে ২২, ২০১৯
নাইক্ষ্যংছড়িতে চোলাইমদসহ ২ যুবক আটক 

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইক্রোবাসে করে পাচারকালে ৫শ’ লিটার চোলাইমদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ মে) দিনগত রাত ৯টার দিকে উপজেলা সদরের লেকেরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটক দুই যুবক হলেন- আরিফুল ইসলাম (৩০) ও মো. সরওয়ার (৩০)।

তারা কক্সবাজার জেলার রামু উপজেলা সদরের বাসিন্দা।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চলায়। এসময় একটি মাইক্রোবসে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি প্রায় ৫শ’ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এসময় মাইক্রোবাসে থাকা ওই দুই যুবককে আটক করা হয়।  

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদক পাচার রোধে নিয়মিত এ অভিযান চলবে।  

বাংলাদেশ সময়: ০৬১৭ ঘণ্টা, মে ২২, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।