ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেঘনায় ট্রলারের ধাক্কায় লঞ্চ বিকল, ২৫০ যাত্রী উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, মে ২২, ২০১৯
মেঘনায় ট্রলারের ধাক্কায় লঞ্চ বিকল, ২৫০ যাত্রী উদ্ধার

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি গৌরির সঙ্গে ট্রলারের ধাক্কা লেগে লঞ্চটির তলা পেটে বিকল হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (২১ মে) রাত আনুমানিক ১০টার দিকে মতলব দশানি নামক স্থানে এ ঘটনা ঘটে।

চাঁদপুর লঞ্চঘাটের মালিক প্রতিনিধি বিপ্লব সরকার বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় সদরঘাট থেকে ২৫০ জন যাত্রী নিয়ে লঞ্চটি লালমোহনের উদ্দেশে ছেড়ে আসে।

পথে মতলব দশানি নামক স্থানে এলে বালুবাহী একটি ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। পরে লঞ্চটি কিনারে নিয়ে রাখা হয়। খবর পেয়ে মতলব, মোহনপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে যায় এবং রাত ১১টার দিকে লঞ্চে থাকা যাত্রীদের একই রুটের অন্য লঞ্চে উঠিয়ে দেয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, নৌ-পুলিশ ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা দিয়েছে। সবাই অন্য লঞ্চে নিজ গন্তব্যে রওয়ানা হয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত লঞ্চটিও নিরাপদে আছে।

বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, মে ২২, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।