ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলেজছাত্র তাসিন হত্যার বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, মে ২২, ২০১৯
কলেজছাত্র তাসিন হত্যার বিচার দাবি কলেজছাত্র তাসিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীতে কলেজছাত্র আদনান তাসিন হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। 

মঙ্গলবার (২১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে তাসিনের বাবা আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, আমার সন্তান মারা গেছে ১০০ দিন হয়ে গেলো এখন পর্যন্ত কোনো ধরনের বিচার পাইনি।

আমি প্রশাসনের বিভিন্ন মহলের স্মরণাপন্ন হওয়ার পরেও দোষীদের আইনের আওতায় আনতে পারেনি। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ মধু প্রমুখ।
 
গত ১১ ফেব্রুয়ারি দুপুরে কলেজ থেকে বাসায় ফেরার পথে রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় নিহত হন সেন্ট জোসেফ কলেজের একাদশ শ্রেণিতে ছাত্র আদনান তাসিন।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, মে ২১, ২০১৯
এমএমআই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।