ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালুখালী উপজেলা নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, মে ২২, ২০১৯
কালুখালী উপজেলা নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

রাজবাড়ী: উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ও শেষ ধাপে ১৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজবাড়ীর কালুখালীর নির্বাচন। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে ১৬ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

মঙ্গলবার (২১ মে) কালুখালী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবদুল আলীমের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক, আলিউজ্জামান চৌধুরী টিটো, জাতীয় পার্টির প্রার্থী আনিসুর রহমান।

ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দেওয়ান আরাফাত হোসেন, এনায়েত হোসেন, এ কে এম মোজাম্মেল হক, খোরশেদ আলী মোল্লা, তনয় চক্রবর্তী শম্ভু, মুহাম্মদ ফজলুল হক, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, মোছাম্মত ডলি পারভীন, রেহেনা পারভীন, রাসিদা, শারমিন আক্তার।

কালুখালী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবদুল আলীম জানান, মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৮৫৫ ও মহিলা ভোটার ৫৭ হাজার ৯১২ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৬ ও মোট ভোট কক্ষের সংখ্যা ২৯৮ টি। আগামী ২৩ মে হবে বাছাই ও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ মে।

রাজবাড়ীর ৫টি উপজেলার ৪টি উপজেলায় ৩য় ধাপে ২৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ১৮ জুন ৫ম ও শেষ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন। ২০১০ সালে ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় কালুখালী উপজেলা। এবারের নির্বাচনের মধ্যে দিয়ে ২য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ২১, ২০১৯
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।