bangla news

ব্রিজের পাটাতন ভেঙে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২১ ৭:২২:৫৩ পিএম
মহাসড়কে যানজটের দীর্ঘ সারি

মহাসড়কে যানজটের দীর্ঘ সারি

ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে তিতাস ব্রিজের পাটাতন ভেঙে সড়কের দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে এ পথে চলাচলকারী কয়েক হাজার যাত্রী বেশ দুর্ভোগে পড়েছেন।

মঙ্গলবার (২১ মে) বিকেলে জরাজীর্ণ এ সেতুটির পাটাতন ভেঙে এক পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে সেতুর অপর পাশ দিয়ে ধীর গতিতে যানবাহনগুলো চলাচল করছে। এতে করে সড়কের দু'পাশে অন্তত ১০ কিলোমিটার এলকার জুড়ে যানজট সৃষ্টি হয়।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বাংলানিউজকে জানান, বিকেলে শাহবাজপুর সেতুটির এক লেনের একটি পাটাতন ভেঙে যাওয়ায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে। সংস্কার কাজ চলছে। যানচলাচল স্বাভাবিক হতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে। 

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মে ২১, ২০১৯
এসএইচ

ক্লিক করুন, আরো পড়ুন :   যানজট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-21 19:22:53