ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শার্শায় স্বর্ণ আত্মসাতের ঘটনায় ৩ পুলিশ আটক  

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, মে ২১, ২০১৯
শার্শায় স্বর্ণ আত্মসাতের ঘটনায় ৩ পুলিশ আটক  

বেনাপোল (যশোর): ভারতে পাচারকালে দুই স্বর্ণ বহনকারীকে আটক করে স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগে শার্শার বাগআঁচড়া পুলিশ ক্যাম্পের তিনি পুলিশকে আটক করা হয়েছে।

আটক পুলিশ সদস্যরা হলেন-সহকারী উপ পরিদর্শক (এএসআই) তবিবুর রহমান, রঞ্জন ও কনস্টেবল তুষার। তাদের যশোর পাঠানো হয়েছে।

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুখদেব জানায়, সোমবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল পোর্ট থানার তবিবুর, রঞ্জন ও তুষার দুই স্বর্ণ চোরাচালানিকে আটক করে ক্যাম্পে না এনে স্বর্ণ রেখে তাদের ছেড়ে দেয়। স্বর্ণ আটকের কোনো তথ্য তারা ক্যাম্প ইনচার্জকে অবহিত না করে আত্মসাতের জন্য নিজেদের কাছে রেখে দেয়।  

এ ঘটনা জানাজানি হলে তাৎক্ষণিক ওই তিনজন পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদে সত্যতা মেলে। স্বর্ণ আত্মসাতের ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান। আটক পুলিশ সদস্যদের কাছ থেকে আত্মসাতকৃত ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মে ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।