ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না‌মিদা‌মি ৮ ব্র্যান্ডের মোড়কে নকল চিপস!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, মে ২১, ২০১৯
না‌মিদা‌মি ৮ ব্র্যান্ডের মোড়কে নকল চিপস! নকল চিপস কারখানা

বরিশাল: না‌মিদা‌মি আটটি প‌ন্যের মোড়ক ব্যবহার ক‌রে নক চিপস বানিয়ে বাজারজাতকরণের অপরাধে ব‌রিশা‌লে কারখানা মালিককে এক বছ‌রের সশ্রম কারাদণ্ড দি‌য়ে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) বিকেলে বরিশাল নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়িতে নকল ওই চিপস কারখানার সন্ধান পায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে কারখানায় চিপস তৈরি করে বি‌ভিন্ন প্রতিষ্ঠা‌নের মোড়‌কে প্যাকেটজাত করে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়।

পরে কারখানা মালিক লিটন হাওলাদারকে আটক করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে বিষয়‌টি স্বীকার ক‌রেন।

বরিশাল সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক কারখানা মালিক লিটন হাওলাদারকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পাশাপাশি মালামাল জব্দ করে অবৈধ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ২১, ২০১৯
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।