ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভেদরগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, মে ২১, ২০১৯
ভেদরগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

শরীয়তপুর: ভেজালবিরোধী অভিযানে বিভিন্ন অপরাধে শরীয়তপুরের ভেদরগঞ্জের চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২১মে) উপজেলার মোল্লারহাট বাজারে অভিযান পরিচালনা করেন অধিদফতর শরীয়তপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।

বাংলানিউজেকে সুজন কাজী জানান, পণ্যের মোড়কে ওজন, পরিমাণ, মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য না থাকা ও পোড়া তেল ব্যবহার করায় মেসার্স নিউ গাউসিয়া বেকারিকে পাঁচ হাজার, ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার করে জিলাপি তৈরি করায় সিকদার সুইটমিটকে তিন হাজার, ওজনে কম দেওয়ায় সামিয়া সুইটমিটকে দুই হাজার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় মেসার্স ভাই ভাই স্টোরকে তিন হাজারসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য জব্দ করে তা ধ্বংস করা হয়।  

অভিযানে সার্বিক সহযোগিতা করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা, ক্যাব শরীয়তপুরের সভাপতি বিল্লাল হোসেন খান, সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আবুল হোসেন ও ভেদরগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এইচ এম আক্তার হোসেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মে ২১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।