ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে অস্ত্র রাখার দায়ে এক জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মে ২১, ২০১৯
দিনাজপুরে অস্ত্র রাখার দায়ে এক জনের কারাদণ্ড

দিনাজপুর: দিনাজপুরে অবৈধ অস্ত্র রাখার দায়ে আব্দুল হাকিম (৪৮) নামে একজনকে পৃথক ২টি ধারায় ১৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ মে) বিকেল ৩টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. আনোয়ারুল হক এ রায় দেন। আব্দুল হাকিম জেলার ঘোড়াঘাট উপজেলার চাটশাল পশ্চিমপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে।

 

দিনাজপুর আদালত পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, গত ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলার চাটশাল গ্রামে রংপুর র‌্যাবের পুলিশ পরিদর্শক (শহর ও যান) একেএম মনিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখানে অবৈধ অস্ত্র বেচাকেনার সময় আব্দুল হাকিমকে আটক করা হয়। আটকের সময় তার দেহ তল্লাশি করে ৬ রাউন্ড গুলিসহ একটি ৯ এমএম বিদেশি পিস্তল উদ্ধার করে।  

এ ব্যাপারে র‌্যাবের পুলিশ পরিদর্শক (শহর ও যান) একেএম মনিরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামিকে ঘোড়াঘাট থানায় সোপর্দ করেন।  

আব্দুল হাকিমের বিরুদ্ধে দোষ প্রমাণিত হওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১৯(এফ) ধারায় দোষী সাব্যস্ত করে ৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। উভয় দণ্ড একই সঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাহমুদুর রহমান বাবলু ও অ্যাড. মো. আতাউর রহমান। আসামিপক্ষে ছিলেন অ্যাড. মো. রবিউল ইসলাম-২।  

বাংলাদেশ সময়: ১৭৩৭, ২১ মে, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।