ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মে ২১, ২০১৯
বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা অভিযান চলাকালে বন্ধ হয়ে যায় বাজারে অধিকাংশ দোকানপাট

বরিশাল: হাইকোর্ট থেকে বিপণন নিষিদ্ধ ৫২টি পণ্যের বিরুদ্ধে বরিশালে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২১ মে) দুপুরে বরিশাল নগরের বাজার রোড ও হাটখোলা এলাকায় এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া জানান, সহকারী পরিচালক সুমি রাণী মিত্রের নেতৃত্ব উচ্চ আদালত থেকে নিষিদ্ধ করা ৫২টি পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  
 
এদিকে অভিযানের খবরে চকের পোলের পর থেকে বাজাররোড, হাটখোলা ও পেঁয়াজপট্টি এলাকার ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে দেন।  

ব্যবসায়ীদের দাবি, রোজার শুরু থেকে প্রতিদিনই কখনো জেলা প্রশাসন আবার কখনো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালাচ্ছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এজন্য ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে প্রতিবাদ জানান।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ২১, ২০১৯
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad