ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোহনপুরে মানসিক প্রতিবন্ধী নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মে ২১, ২০১৯
মোহনপুরে মানসিক প্রতিবন্ধী নারীর গলাকাটা মরদেহ উদ্ধার মৃত জুলেখা বেগম। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর মোহনপুরে জুলেখা বেগম (৪২) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ মে) দুপুরে নিজের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জুলেখা উপজেলার দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর স্ত্রী।

পরিবারের দাবি, জুলেখা বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন। মঙ্গলবার ভোরে তিনি নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করেন। জুলেখা এর আগেও গলায় ফাঁস ও কীটনাশক পানসহ একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন।  

মোহনপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আফজাল হোসেন বাংলানিউজকে বলেন, ভোরে কিছু সময়ের জন্য বাড়ির বাইরে যান সোলেমান আলী। তখনই জুলেখা ব্লেড দিয়ে নিজের গলা কাটেন। প্রতিবেশীরা জানালা দিয়ে দেখেন, গলাকাটা অবস্থায় ঘরে তিনি ছটফট করছেন। তারা ঘরে পৌঁছানোর আগেই জুলেখার মৃত্যু হয় বলে দাবি স্বজনদের।  

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে, পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।  

ওসি আফজাল হোসেন বলেন, আত্মহত্যার ঘটনা বলে কাউকে আটক করা হয়নি। তবু গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরে যদি হত্যাকাণ্ড মনে হয়, তখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এ ঘটনায় জুলেখার ভাই অপমৃত্যুর মামলা করেছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ২১, ২০১৯
এসএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad