bangla news

চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ৬ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২১ ৪:৩১:০১ পিএম
২২টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়েছে

২২টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়েছে

ঢাকা: রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ছয় সদস্যকে আটক করেছে শাহজাহানপুর থানা পুলিশ।

আটকরা হলেন- আলাউদ্দিন (১৮), আব্দুল মন্নান (২০), বেলাল উদ্দিন (২৭), হেলাল উদ্দিন (২৫), কায়ছার (২১) ও মুন্না (২১)।

সোমবার (২০ মে) শাহজাহানপুর থানাধীন ৬৩ শান্তিবাগ মসজিদ রোডের একটি বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২২টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে আটকদের বিরুদ্ধে শাহজাহানপুর থানার একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ২১, ২০১৯
পিএম/জেডএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-21 16:31:01