ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় দ্বিতল লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, মে ২১, ২০১৯
পাথরঘাটায় দ্বিতল লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা): ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে বরগুনা পাথরঘাটার ঢাকা-পাথরঘাটা নৌরুটে পুনরায় দ্বিতল লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন।

মঙ্গলবার (২১ মে) বেলা ১১টার দিকে পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পাথরঘাটা প্রেসকাবের আয়োজনে এ মানববন্ধনে অংশ নেন পাথরঘাটা আইনজীবী সমিতি, পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরাম, প্রিয় পাথরঘাটা, স্বেচ্ছায় সেবাদান সংগঠন ‘আস্থা’, স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘প্রত্যয়’, সোনার বাংলা ফাউন্ডেশন ও স্বজন ব্লাড ফাউন্ডেশন।

মানববন্ধন বক্তব্য রাখেন- অ্যাডভোকেট জাবির হোসেন, মির্জা শহিদুল ইসলাম খালেদ, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, আমিন সোহেল, সমাজসেবক মেহেদী শিকদার, বায়জিদ মোর্শেদ রাকিব, আবুল কালাম আজাদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশের দক্ষিণাঞ্চল পাথরঘাটা একটি গুরুত্বপূর্ণ উপজেলা। পাথরঘাটা ঘেঁষা সুন্দরবন, পর্যটন কেন্দ্র হরিণঘাটা, বিহঙ্গ দ্বীপ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র। পাথঘাটা থেকে ঢাকা লঞ্চ যোগাযোগ অতীব জরুরি।  

দ্রুত এ দাবি বাস্তবায়ন হবে বলে আশা করেন তারা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ২১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad