ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে ধানের ন্যায্যমূল্য দাবিতে বিএনপির স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মে ২১, ২০১৯
ঝালকাঠিতে ধানের ন্যায্যমূল্য দাবিতে বিএনপির স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দিচ্ছেন বিএনপি নেতারা। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনে ন্যায্যমূল্য নিশ্চিত করা ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ঝালকাঠি জেলা বিএনপি।

মঙ্গলবার (২১ মে) সকাল ১১টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে জেলা প্রশাসক মো. হামিদুল হকের কাছে স্মারকলিপি দেন বিএনপির নেতারা।  

পরে জেলা মনিরুল ইসলাম নুপুর বলেন, মধ্যস্বত্বভোগীরা ধান কেনার কারণে দেশের কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

তাই সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনে ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা শ্রমিক দল সভাপতি টিপু সুলতানসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ২১, ২০১৯
এমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।