ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিএনসিসি মেয়রের সঙ্গে তুর্কি রাস্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মে ২১, ২০১৯
ডিএনসিসি মেয়রের সঙ্গে তুর্কি রাস্ট্রদূতের সাক্ষাৎ তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক ও মেয়র আতিকুল ইসলাম।

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক।

মঙ্গলবার (২১ মে) রাজধানীর গুলশানে নগর ভবনে এ সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাতকালে ডিএনসিসি মেয়র বাংলাদেশ ও তুরষ্কের মধ্যে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে আতিকুল বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তুরষ্কের জাতির পিতাকে নিয়ে ‘কামাল পাশা’ নামে একটি কবিতা লিখেছেন।

এছাড়া ঢাকা ও চট্টগ্রামে ‘কামাল আতাতুর্ক’ নামে এভিনিউ রয়েছে।  

নগর উন্নয়নে দুই বন্ধু প্রতিম দেশ এক সঙ্গে কাজ করতে পারে বলেও জানান মেয়র।  

তুরষ্কের রাষ্ট্রদূত দেভরিম ডিএনসিসির নগর স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণসহ অগ্নি-নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ২১, ২০১৯
এসএইচএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।