ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোমস্তাপুরে ধানবোঝাই ট্রাক উল্টে শ্রমিক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মে ২১, ২০১৯
গোমস্তাপুরে ধানবোঝাই ট্রাক উল্টে শ্রমিক ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে ধানবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে তরিকুল (৩৫) নামে ধান কাটার এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৩ শ্রমিক।

মঙ্গলবার (২১ মে) সকালে ইউনিয়নের শেরপুর কোঠাডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। তিন তরিকুল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৭৬ বিজি গ্রামের রাকিবউদ্দিন কালুর ছেলে।

গোমস্তপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নওগাঁর নিয়ামতপুর থেকে ধানবোঝাই একটি ট্রাক আড্ডা-ধানসুরা সড়কের শেরপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ধানে চাপা পড়ে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যায়।

দুর্ঘটনায় আহত শ্রমিকদের রহনপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে গোমস্তপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মে ২১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।