ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুঠিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ২১, ২০১৯
পুঠিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুর রহমান (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সকালে ‍উপজেলার শিবপুর হাট সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি বেলপুকুর থানার দমাদি গ্রামের বাসিন্দা।

রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে আব্দুর রহমান বানেশ্বর হাটে যাচ্ছিলেন। তিনি শিবপুর হাট বাজার থেকে মহাসড়ক পার হওয়ার সময় ‘মহানগর’ (রাজ-মেট্রো-জ- ১১০০৭৪) নামের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ছুটে এসে ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

বর্তমানে ঘাতক বাসটি জব্দ করে থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এসআই জাহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মে ২১, ২০১৯
এসএস/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।