ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আদালত প্রাঙ্গণ থেকে হত্যা মামলার আসামির পলায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মে ২১, ২০১৯
আদালত প্রাঙ্গণ থেকে হত্যা মামলার আসামির পলায়ন

গাজীপুর: আদালত প্রাঙ্গণে পুলিশের হেফাজতে থাকা আরিত হোসেন (২৫) নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে গেছেন।

আরিত হোসেন সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার চকআনা ডুমর পূর্বপাড়া এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে। তিনি আশুলিয়া থানার মামলা নম্বর ৬৪(১১)২০১১ ধারা ৩০২/৩০১ আসামি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন।

সোমবার (২০ মে) সকালে তাকে ঢাকা জজ কোর্টে নেওয়া হলে সেখান থেকে তিনি পালিয়ে যান।

কা‌শিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার সকালে কাশিমপুর কারাগার আরিত হোসেনসহ ৬৩ আসামিকে আদালতে নিয়ে যায় পুলিশ। পরে আরিত হোসেনকে জজ কোর্টে নেওয়া হয়। এ সময় কোর্ট থেকে তিনি সুকৌশলে পালিয়ে যান। বিকেলে ৬২ জন আসামি কারাগারে ফেরত আনা হয়।  

গত বছরের ১৬ এপ্রিল থেকে আরিত হোসেন কা‌শিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন বলেও জানান জেলার তারিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মে ২১, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad