ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তিউনিসিয়ায় উদ্ধার ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মে ২১, ২০১৯
তিউনিসিয়ায় উদ্ধার ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন ...

ঢাকা: লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া ১৫ বাংলাদেশি নাগরিক মঙ্গলবার তিউনিসিয়া থেকে ঢাকায় ফিরেছেন। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তিউনিসিয়া থেকে ১৫ বাংলাদেশি মঙ্গলবার (২১ মে) ভোরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

গত ১০ মে লিবিয়ার জোয়ারা উপকূল থেকে ৭০/৭৫ জনের একদল অভিবাসী সাগর পথে নৌকায় করে ইউরোপ যাত্রাকালে নৌকাটি তিউনিসিয়া উপকূলে ডুবে যায়।  

পরবর্তীতে তিউনিসিয়ার কোস্ট গার্ড ১৫ জন বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসীকে উদ্ধার করে। তাদের তিউনিসিয়ার জারজিস শহরে চিকিৎসাসেবা দেওয়া হয়।  

নৌকাডুবির ঘটনায় প্রায় ৪০ বাংলাদেশি নিখোঁজ হন। এদের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ২১ মে, ২০১৯
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ