ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেলকুচিতে ঝড়ে গাছ পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, মে ২১, ২০১৯
বেলকুচিতে ঝড়ে গাছ পড়ে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে ঝড়ে গাছ পড়ে মঞ্জিল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা বিউটি খাতুন (২৫)।

সোমবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা গ্রামের ওয়াপদা বাঁধে এ ঘটনা ঘটে।

মঞ্জিল ওই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

 

আহত বিউটি খাতুনকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  

দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন জানান, হতদরিদ্র হাফিজুল তার পরিবার নিয়ে ওয়াপদা বাঁধের পাশে একটি ঘর তুলে বসবাস করতেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ ঝড়ে তার ঘরের উপর একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে। এতে ঘরে অবস্থান করা শিশু মঞ্জিল ঘটনাস্থলেই মারা যায়। আর তার মা বিউটি আহত হন। স্থানীয়রা বিউটিকে উদ্ধার করে খাজা এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাইফুল ইসলাম জানান, আহত বিউটির চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে।        

বাংলাদেশ সময়: ০৪৪৯ ঘণ্টা, মে ২১, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad