ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পলাশবাড়িতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, মে ২১, ২০১৯
পলাশবাড়িতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়িতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল হাই প্রধান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২০ মে) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

আব্দুল হাই উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামের মৃত হযরত আলী প্রধানের ছেলে।

স্থানীয়রা জানান, জমি নিয়ে প্রতিবেশী শাহজাহান গাছুর সঙ্গে আব্দুল হাইয়ের মামলা চলছিল। এরই জেরে সোমবার বিকেলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এতে আব্দুল হাই গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত পৌনে আটটার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, মে ২১, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।