ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিম্নমানের চাল কেনায় গোডাউন সিলগালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, মে ২১, ২০১৯
নিম্নমানের চাল কেনায় গোডাউন সিলগালা

রাজশাহী: নিম্নমানের চাল কেনার অভিযোগে রাজশাহী সদর খাদ্য গুদামের একটি গোডাউন সিলগালা করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড)।
 

সোমবার (২০ মে) বিকেলে গুদাম পরিদর্শন করে গোডাউনটি সিলপালা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক।

জানা যায়, কয়েকদিন ধরেই মিল মালিকদের কাছ থেকে সরকারিভাবে গুদামে চাল কেনা হচ্ছে।

এ সুযোগে সদর খাদ্য গুদামের পরিদর্শক মাজেদুল ইসলাম নিম্নমানের পুরনো চাল কিনে আসছিলেন- এমন অভিযোগ পাওয়া যায়। এরই জেরে সোমবার বিকেলে সদর খাদ্য গুদাম পরিদর্শন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভুইয়া।

সে সময় অভিযোগের সত্যতা পেয়ে গুদামের একটি অংশ সিলগালা করে দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভুইয়া বাংলানিউজকে জানান, নিম্নমানের চাল কেনার অভিযোগে একটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের পর সদর খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, মে ২০, ২০১৯
এসএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।