ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে চিংড়ির রেনু পোনাসহ আটক ৪ জনের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, মে ২১, ২০১৯
বরিশালে চিংড়ির রেনু পোনাসহ আটক ৪ জনের জরিমানা প্রতীকী ছবি

বরিশাল: বরিশাল সদর উপজেলার লাহারহাটে গলদা চিংড়ির রেনু পোনাসহ আটক চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ মে) বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের ভ্রাম্যমাণ আদালতে তাদের এ জরিমানা করা হয়।

বরিশাল জেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, পিকআপে করে ভোলা থেকে খুলনায় গলদা চিংড়ির রেনু পোনা নিয়ে যাচ্ছিল পাচারকারীরা।

সোমবার (২০ মে) সকালে লাহারহাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪৫ হাজার গলদা চিংড়ির রেনু পোনাসহ চারজনকে আটক করে বন্দর থানা পুলিশ।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।  

জব্দ রেনু পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে বলেও জানান বিমল চন্দ্র দাস।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ২০, ২০১৯
এমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।