ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

মুক্তাগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, মে ২১, ২০১৯
মুক্তাগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা ‍উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরুজ মিয়া (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ মে) বিকেলে উপজেলার শশরা গ্রামে এ ঘটনা ঘটে। সুরুজ মিয়া উপজেলার পারুলীতলা গ্রামের জব্বার আলীর ছেলে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামে একটি মিলের কাছে ট্রাকে গোবর উঠানোর কাজ করছিলেন সুরুজ মিয়া। এসময় একটু উঁচুতে থাকা পল্লীবিদ্যুতের তারের সঙ্গে শরীরের স্পর্শ হয়ে বিদ্যুতায়িত হলে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মে ২০, ২০১৯
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।