ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে মানবতাবিরোধী মামলার আসামি নূর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, মে ২০, ২০১৯
নীলফামারীতে মানবতাবিরোধী মামলার আসামি নূর গ্রেফতার

নীলফামারী: মানবতাবিরোধী অপরাধের মামলায় নীলফামারীতে নূর মোহাম্মদ ওরফে নূর আহমদকে (৭৩) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২০ মে) দুপুরে নীলফামারী বড় বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামি নূর ফেনী জেলা সদরের উত্তর গোবিন্দপুর মহল্লার মৃত সেকান্দার সুফী ওরফে সুফী শেখ আন্দর আহমদের ছেলে।

নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বাংলানিউজকে বলেন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস থেকে নূর আহমদের বিরুদ্ধে গ্রেফতারের নির্দেশ পাই। দুপুরে ডিবি পুলিশ বড় বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে ঢাকায় পাঠানোর প্রস্ততি চলছে।

নীলফামারী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুর হক বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি নূর ফেনী থেকে ১৯৭৪ সালে নীলফামারী চলে আসেন। নীলফামারী শহরের সওদাগড় পাড়ায় এসে বসবাস শুরু করেন। তার পাঁচ মেয়ে এক ছেলে রয়েছে। স্ত্রী ১২ বছর আগে মারা গেছেন। চার মেয়ের বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলে মোর্শেদ (২২)। ছেলের নামে শহরের বড় বাজারে রয়েছে মোর্শেদ কসমেটিকস নামের ব্যবসা প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মে ১০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।