ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

পদ্মা নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, মে ২০, ২০১৯
পদ্মা নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার প্রতীকী

রাজশাহী: রাজশাহীর বাঘায় পদ্মা নদী থেকে ছালেজান বেওয়া (৭০) নামের এক বৃদ্ধার  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ মে) দুপুরে উপজেলার চকরাজাপুর খেয়া ঘাটের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ছালেজান বেওয়া লালপুর উপজেলার মহরকয়া গ্রামের মৃত আলীমুদ্দিনের স্ত্রী।

বিকেলে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী বাংলানিউজকে জানান, মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় তার সন্তান ইসলাম হোসেনের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

জানতে চাইলে ওসি মহসীন আলী বলেন, চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম জানিয়েছেন রোববার দুপুরে লালপুর মহরকয়া এলাকায় পদ্মায় গোসল করতে এসে নিখোঁজ হন ছালেজান বেওয়া। তাকে অনেক খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে তার সন্তান গিয়ে মরদেহ সনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে আর নদী থেকে উঠতে পারেননি তিনি।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ২০, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।