ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় বাড়িতে ট্রাক ঢুকে গৃহকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, মে ২০, ২০১৯
চুয়াডাঙ্গায় বাড়িতে ট্রাক ঢুকে গৃহকর্তা নিহত নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়া ট্রাকটি। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বাড়িতে ঢুকে পড়ে গৃহকর্তা সাইদুর রহমান (৬৫) নিহত হয়েছেন।

সোমবার (২০ মে) দুপুরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পিটিআই মোড় এলাকার এ দুর্ঘটনা ঘটে। সাইদুর একই এলাকার মৃত শাহাজাহান আলীর ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, দুপুরে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গাগামী একটি ট্রাক পিটিআই মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাড়ির ভেতর ঢুকে পড়ে। এতে ওই বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা গৃহকর্তা সাইদুর ট্রাকচাপায় গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় ঘাতক ট্রাকচালকও গুরুতর আহত হয়েছেন। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

চুযাডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বাংলানিউজকে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।