ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চা শ্রমিকের দৈনিক মজুরি ৪০০ টাকা ঘোষণার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, মে ২০, ২০১৯
চা শ্রমিকের দৈনিক মজুরি ৪০০ টাকা ঘোষণার দাবি বাগানে চা শ্রমিক, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে ঐতিহাসিক চা শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২০ মে) তারাপুর চা বাগানে ১৯২১ সালে নিহত চা শ্রমিকদের স্মরণ করে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাসদ জেলা সমন্বয়ক ও চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা আবু জাফর বলেন, ব্রিটিশ মালিকদের প্রতারণা-বঞ্চনা-শোষণের বিরুদ্ধে দীর্ঘ সময় নিয়ে গড়ে উঠে এক ঐতিহাসিক আন্দোলন, যা ‘মুল্লুকে চলো’ আন্দোলন নামে পরিচিত।

১৯২১ সালের ২০ মে প্রায় ৩০ হাজার চা শ্রমিক সিলেট থেকে পায়ে হেঁটে চাঁদপুর মেঘনা স্টিমার ঘাটে পৌঁছান।

তারা জাহাজে চড়ে নিজ দেশে ফিরে যেতে চাইলে ব্রিটিশ গোর্খা বাহিনীর সৈনিকরা নির্বিচারে গুলি চালিয়ে শতশত চা শ্রমিককে হত্যা করে মেঘনা নদীতে মরদেহ ভাসিয়ে দেন। যারা পালিয়ে এসেছিলেন তাদেরও আন্দোলন করার অপরাধে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়। চা শ্রমিকদের পড়ানো হয় একটি বিশেষ ট্যাগ।
 
এই সময়ের মধ্যে ব্রিটিশ-পাকিস্তানিদের তাড়িয়ে দিয়ে স্বাধীনতার ৪৮ বছর পার হয়ে গেলেও চা শ্রমিকদের বঞ্চনার পরিসমাপ্তি ঘটেনি। আজও বেঁচে থাকার মতো মানবিক মজুরি নিশ্চিত হয়নি। পায়নি তারা ভূমির অধিকার। অবিলম্বে চা শ্রমিকের দৈনিক মজুরি ৪০০ টাকাসহ সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সহ সভাপতি নিপা মোধির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- চা শ্রমিক ফেডারেশনের সুরঞ্জিত মোধি, মন্টু মোধি, চৈতন দাশ, বিষ্ণু, নিলা দাশ, ছাত্রফ্রন্টের পল্লব কর, মলয় চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মে ২০, ২০১৯
এনইউ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।