ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেশি দামে খেজুর বিক্রি, সিলেটে জরিমানা দিলো ‘রসমেলা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, মে ২০, ২০১৯
বেশি দামে খেজুর বিক্রি, সিলেটে জরিমানা দিলো ‘রসমেলা’ জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত

সিলেট: খেজুরের অতিরিক্ত দাম ও নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রেখে বিক্রির দায়ে রসমেলাকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে আরেকটি মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় আরো পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২০ মে) বিকেলে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।

 

সিলেটের বাজার কর্মকর্তা মোরশেদ কাদের বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ শুধু দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।

রসমেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রেখে বিক্রি করা হচ্ছিলো, এছাড়া বাজার দরের চেয়ে অতিরিক্ত দামে খেজুর বিক্রি করায় এবং একটি মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় মামলার মাধ্যমে জরিমানা আদায় করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মে ২০, ২০১৯
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।