ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চাকরির কথা বলে টাকা নিলে দল থেকে বহিষ্কার করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মে ২০, ২০১৯
চাকরির কথা বলে টাকা নিলে দল থেকে বহিষ্কার করা হবে

বাগেরহাট: বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গ্রামগঞ্জে সব জায়গায় মানুষ চাকরি পাবে। কেউ চাকরির কথা বলে টাকা নিলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। 

বাগেরহাট জেলা পরিষদের অডিটরিয়ামে সোমবার (২০ মে) দুপুরে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হেলাল উদ্দিন বলেন, আপনারা জাতির পিতার আদর্শে বিশ্বাস করেন বলেই গ্রামেগঞ্জে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে।

এই ঘাটিকে টিকিয়ে রাখতে হবে। তাই দলমত নির্বিশেষে দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে।  

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।