ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুরে বেকারিকে ৯০ হাজার টাকা জরিমানা

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মে ২০, ২০১৯
রংপুরে বেকারিকে ৯০ হাজার টাকা জরিমানা বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছবি: বাংলানিউজ

রংপুর: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে রংপুরে সাঈদ বেকারিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

চলমান ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২০ মে) সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের নেতৃত্বে নগরের সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।  

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ফিটনেস সার্টিফিকেট, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র, অগ্নিনির্বাপক ব্যবস্থা ও ট্রেড লাইন্সের না থাকায় সাঈদ বেকারিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সেখানে থেকে ২৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ২০, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।