ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীতে হিযবুত তাহরীর সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মে ২০, ২০১৯
রাজধানীতে হিযবুত তাহরীর সদস্য আটক

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় সদস্য মো. রমজান হোসেনকে (৩৬) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

সোমবার (২০ মে) দুপুরে র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (১৯ মে) দিনগত রাত ১১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০।

এসময় রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণের সময় রমজানকে আটক করা হয়। পাশাপাশি তার কাছ থেকে ৮৪ কপি লিফলেট, মোবাইল, নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব জানায়, আটক রমজান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর মিডিয়া সেলের লিফলেট তৈরি ও প্রচারের কাজে জড়িত। সে গণতন্ত্রমনা জনসাধারণের কাছে বিভিন্ন প্রকার উগ্রবাদী বই ও লিফলেট বিতরণের মাধ্যমে নাশকতা সৃষ্টির উদ্যোগসহ সাধারণ ধর্মভীরু লোকদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অপতৎপরতা চালিয়ে আসছিল।

তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মে ২০, ২০১৯
এমএমআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।