ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালপুরে ৪ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, মে ২০, ২০১৯
লালপুরে ৪ চোরাকারবারি আটক

নাটোর: নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ১০০ লিটার চোরাই ট্রেনের জ্বালানিসহ (ডিজেল) চার চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব-৫। 

সোমবার (২০ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৫।  

আটকরা হলেন- জেলার লালপুর উপজেলার গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের মো. জমশেদ আলীর ছেলে মো. হাফিজুল ইসলাম রাজিব (৩২), পোকন্দা গ্রামের মৃত আকবর আলী প্রামাণিকের ছেলে মো. লালন (৩২), মো. শাহাদত হোসেনের ছেলে মো. আক্কাস আলী (৪৮), গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত পলানের ছেলে মো. মাখন (৩০)।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে আব্দুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০ ড্রাম ও চারটি জারিকেন ভর্তি ২ হাজার ১০০ লিটার চোরাই ট্রেনের জ্বালানি (ডিজেল), চারটি মোবাইল, পাঁচটি সিম কার্ড, দুইটি মেমোরি কার্ড, ৬৫ হাজার ৮০০ টাকা, চোরাই জ্বালানি (ডিজেল) এবং ব্যবসায় ব্যবহৃত দুইটি নছিমনসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মো. রাজিবুল আহসান বাংলানিউজকে জানান, এ ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad