ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুরে ডাবল ডেকার সিটি সার্ভিস বাস চালু

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মে ২০, ২০১৯
রংপুরে ডাবল ডেকার সিটি সার্ভিস বাস চালু নতুন বাসের পাশে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সিটি বাস সার্ভিস চালু করা হয়েছে।

সোমবার (২০ মে) দুপুরে নগরীর সিও বাজার এলাকায় ডাবল ডেকার এই দু’টি বাস চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

সিটি সার্ভিস বলা হলেও বাস দু’টি একই সময়ে পীরগঞ্জ ও পাগলাপীর থেকে কাউনিয়া তিস্তাব্রিজ পর্যন্ত চলাচল করবে।

বাস দু’টিতে নিচতলায় ৩২ জন এবং দোতলায় ৪৩ জন যাত্রীর বসার আসন রয়েছে। এছাড়াও প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধাদের জন্য আসন সংরক্ষিত রয়েছে। বাসগুলো সিসি ক্যামেরাসহ আধুনিক সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।

উদ্বোধনকালে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘চলাচলের ক্ষেত্রে জনগণের দুর্ভোগ কমাতে এই বাস সার্ভিস কাজে লাগবে। আগামী মাসের মধ্যে আরও দু’টি একতলা বাস নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) ফরহাদ ইমরুল কায়েস, টিআই দেলোয়ার হোসেন, বিআরটিসি রংপুর ডিপোর ম্যানেজার মেহেদী হাসান, মোটর শ্রমিক ইউনিয়নের সিও বাজার শাখার সভাপতি আব্দুস সামাদ খান, সেক্রেটারি শমসের আলীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মে ২০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।