ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দৃষ্টিপ্রতিবন্ধী গ্রাজ্যুয়েট পরিষদের ৬ দফা দাবি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, মে ২০, ২০১৯
দৃষ্টিপ্রতিবন্ধী গ্রাজ্যুয়েট পরিষদের ৬ দফা দাবি  ‘দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের কাজে যোগদানের ক্ষেত্রে সৃষ্ট প্রতিবন্ধকতা দূরীকরণে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা

ঢাকা: রিসোর্স শিক্ষক পদে নিয়োগে অগ্রাধিকারসহ ছয় দফা দাবি জানিয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী গ্রাজ্যুয়েট পরিষদ।

সোমবার (২০ মে) জাতীয় প্রেসক্লাবে ‘দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের কাজে যোগদানের ক্ষেত্রে সৃষ্ট প্রতিবন্ধকতা দূরীকরণে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব দাবি উত্থাপন করা হয়। চাকরিপ্রত্যাশী দৃষ্টিপ্রতিবন্ধী গ্রাজ্যুয়েট পরিষদ এ আলোচনার আয়োজন করে।

পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে ছয় দফা দাবি তুলে ধরেন পরিষদের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ। বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

তাদের দাবিগুলো হলো- নবম থেকে ২০তম গ্রেডভুক্ত সরকারি, স্বায়ত্ত্বশাসিত, আধা-স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি চাকরিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের বিশেষ ব্যবস্থায় নিয়োগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রকাশিত ১০ম গ্রেডের ৩৮ নম্বর রিসোর্স শিক্ষকপদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে উক্ত পদে শুধু ব্রেইল পদ্ধতিতে পাঠদানের উপযুক্ত দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়োগ, ঢাবির শ্রুতিলেখক নীতিমালা ২৫ এর বি উপধারা সব ধরনের নিয়োগ পরীক্ষায় মেনে চলা, দৃষ্টিপ্রতিবন্ধীরা স্নাতক ডিগ্রি অর্জনের পর চাকরিতে প্রবেশের আগপর্যন্ত কমপক্ষে মাসিক ১০ হাজার টাকা করে বেকার ভাতা, প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রতিবছর একবার দৃষ্টিপ্রতিবন্ধীদের বিশেষ ব্যবস্থায় সরকারিসহ সব ধরনের চাকরিতে নিয়োগ ও তীব্র মাত্রার দৃষ্টিপ্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে সর্বস্তরে সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।  

প্রধান অতিথির বক্তব্যে শরীফ আহমেদ বলেন, এসব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। তাছাড়া রিসোর্স শিক্ষক নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধীদের একটি প্রতিনিধিদল যাতে সাক্ষাৎ পান সেজন্য প্রচেষ্টা চালানো হবে।

তিনি আরও বলেন, সরকার সব সময় প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করছে। তাদের পিছিয়ে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সেজন্য শিক্ষিত দৃষ্টিপ্রতিবন্ধীদের সব সমস্যা সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করবো।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ২০, ২০১৯
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad