ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাকচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মে ২০, ২০১৯
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাকচালক নিহত ট্রাকের উপর চালক জাবেদের মরদেহ। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) কোনাবাড়ী বিসিক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবেদ মিয়া (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। 

সোমবার (২০ মে) সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। জাবেদ নরসিংদী সদর থানার বামেরবাউল এলাকার আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে।

তিনি পরিবারসহ কোনাবাড়ী পারিজাত এলাকায় ভাড়া বাসায় থেকে ট্রাক চালাতেন।  

কোনাবাড়ী থানার শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে জাবেদ ট্রাক নিয়ে কোনাবাড়ী বিসিক এলাকায় ঝুট আনতে যান। এক পর্যায়ে বিসিক এলাকায় ট্রাক থামিয়ে ট্রাকের উপর থেকে চট নামাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই জাবেদ মারা যান।  

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জাবেদ নিজের ট্রাক চালাতেন বলেও জানান পিএসআই হেলাল।  

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মে ২০, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।