bangla news

আসাদগেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২০ ১:৪২:২৫ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর আসাদগেট এলাকায় আড়ংয়ের সামনে পণ্যবাহী ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় মোটরসাইকেলের এক আরোহী (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক আটকসহ ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

রোববার (২০ মে) দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস বাংলানিউজকে বলেন, পণ্যবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে তার উপর দিয়ে চালিয়ে দেয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে নিহত ব্যক্তি একজন রাইড শেয়ারিং অ্যাপসের মোটরসাইকেল চালক।

এ ঘটনায় ঘাতক ট্রাক চালক আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, মে ২০, ২০১৯
পিএম/জিপি

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-20 01:42:25