ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

সৌদির তেলের পাম্পে হামলায় বাংলাদেশের গভীর উদ্বেগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, মে ২০, ২০১৯
সৌদির তেলের পাম্পে হামলায় বাংলাদেশের গভীর উদ্বেগ

ঢাকা: সৌদি আরবের পূর্ব প্রদেশে তেলের দু’টি পাম্পিং স্টেশনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। 

রোববার (১৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

এতে উল্লেখ করা হয়, সম্প্রতি সৌদি আরবের পূর্ব প্রদেশে তেলের পাম্প স্থাপনা এবং সংযুক্ত আরব আমিরাতের এমিরিতি তেল ট্যাংকারে হামলা হয়েছে।

যা এই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রতিকূল প্রভাব ফেলবে।

এ ধরনের ঘটনা উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নিরাপত্তার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য যে কোনো যৌথ প্রচেষ্টাকে সমর্থন করে বাংলাদেশ।  

সম্প্রতি সৌদির পাম্পিং স্টেশন ও আরব আমিরাতের তেল ট্যাংকারে ওই হামলার জন্য ইয়েমেনের শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের অভিযুক্ত করছে রিয়াদ।  

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ১৯ মে, ২০১৯
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।